চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সংঘর্ষে ফেটে গেছে সারবাহী জাহাজের তলা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সংঘর্ষে টিএসপি সারবাহী মাই মেরি নামে একটি বড় জাহাজের একাংশ ফেটে পানিতে ডুবতে শুরু করেছে।

৯ সেপ্টেম্বর শনিবার সকালে বন্দর জলসীমায় প্রবেশের পর ইউরিয়া সারবাহী অপর জাহাজ এমভি ওরহানের ধাক্কায় ফেটে যায় মাই মেরি জাহাজ।

মাই মেরির স্থানীয় প্রতিনিধি এইচসি মেরিন শিপিং এজেন্টের পরিচালক নূরন্নবী ইমরান জানান, ৩৭ হাজার ৬৬১ টন টিএসপি সারবাহী জাহাজ মাই মেরি শনিবার সকালে বন্দর জলসীমায় আসার পর ইউরিয়া সারবাহী এমভি ওরহান এসে ধাক্কা দেয়। এতে মাই মেরি জাহাজের ৫ নম্বর হ্যাচ (পণ্য রাখার জায়গা) ফুটো হয়ে যায়।

বিকালের মধ্যে ওই হ্যাচে পানি ঢুকে পাঁচ হাজার টন টিএসপি সার নষ্ট হয়ে গেছে। টিএসপি সার আমদানিকারক নওয়াপাড়া ট্রেডার্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

বন্দর পরিচালনা পরিষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম এ প্রসঙ্গে বলেন, বেলিজ পতাকাবাহী জাহাজ মাই মেরি ডোবেনি। সংঘর্ষে ফুটো হয়ে একটি হ্যাচে পানি ঢুকেছে মাত্র। এ কারণে বন্দর জলসীমায় জাহাজ চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।

আজকের বাজার:এলকে/এলকে/ ৯ সেপ্টেম্বর ২০১৭