চট্টগ্রাম বিমান বন্দরে ১৩০ পিস স্বর্ণের বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ১৩০পিস স্বর্ণের বারসহ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা মো. জয়নাল আবেদিন (২৩) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারের ওজন ১৫ কেজি বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে দুবাইয়ের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটে ওই যাত্রী বিমান বন্দরে অবতরণ করেন বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক জয়নাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোপালঘাটা গ্রামের নুরুল হকের পুত্র।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান বলেন, বিমান যাত্রী জয়নালের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে চার্জার লাইটের ৬টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি ওজনের ১৩০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।