চাঁপাইনবাবগঞ্জে‘জঙ্গি আস্তানা’পুলিশের নজরে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী শিবনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
বুধবার ২৬ এপ্রিল ভোররাত থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট রয়েছে। আছে স্থানীয় থানার পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
ভোররাতে বাড়িটি ঘিরে ফেলার পর বেলা ১১টা নাগাদ ঘটনাস্থল থেকে একাধিকবার গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় লোকজন। সর্বসাধারণের নিরাপত্তায় সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, বাড়ির ভেতর থেকে পুলিশকে ল্য করে গুলি ছোড়া হয়েছে। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে।
হাবিবুল ইসলাম আরও জানান, একতলা পাকা বাড়িটির মালিক ওই এলাকার সাইদুর রহমান। সেখানে আবু (৩০) নামের এক ব্যক্তি থাকেন বলে জানা গেছে। তার স্ত্রী-সন্তান আছে। বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশকে ল্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশও পাল্টা গুলি ছুড়েছে। বাড়িতে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করতে হাতমাইকে বারবার আহ্বান জানানো হচ্ছে। বাড়ির আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে।
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে পুলিশের অভিযান চালানোর খবরে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তারা এলাকায় জড়ো হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। তবে কৌতূহলী লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলছে পুলিশ।

আজকের বাজার:এলকে/এলকে/আরআর/ ২৬ এপ্রিল ২০১৭