চাহারের বোলিং তোপে কুপোকাত পাঞ্জাব

চেন্নাই সুপার কিংসের ডান-হাতি পেসার দীপক চাহারের বোলিং তোপে কুপোকাত বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।
গতরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থদশ আসরের অষ্টম ম্যাচে চেন্নাই ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাবকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় দেখলো চেন্নাই, আর সমানসংখ্যক ম্যাচে পাঞ্জাবের এটি প্রথম হার।
মুম্বাইয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন চেন্নাই সুপার কিংসের হয়ে ২শতম ম্যাচ খেলতে নামা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ব্যাট হাতে ইনিংস শুরু করে চাহারের সুইংএর মুখে পড়ে পাঞ্জাব। প্রথম ৩৮ বলে মাত্র ২৬ রান তুলতেই ৫ উইকেট হারায় পাঞ্জাব। এরমধ্যে ৪টি উইকেটই নেন চাহার।
শুরুতেই উইকেট হারিয়ে বড় স্কোরের সম্ভাবনা শেষ হয় পাঞ্জাবের। তবে শাহরুখ খানের ৩৬ বলে ৪৭ রানের সুবাদে কোন মতে শতরান কোটা পেরোতে পারে পাঞ্জাব। ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রান করে তারা। শাহরুখের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিলো। চাহার ১৩ রানে ৪ উইকেট নেন।
১০৭ রানের সহজ টার্গেটে পৌঁছাতে ৯৪ বল খেলে চেন্নাই। ইংল্যান্ডের মঈন আলি ৩১ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৬ রান করেন। ৩টি চার ও ১টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৩৬ রান করেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস। ম্যাচের সেরা হন চেন্নাইয়ের চাহার।