চিকিৎসক হিসেবে ফিরেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একযোগে কাজ করতে চিকিৎসা পেশায় ফিরেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ডা. লিও ভারাদকার। গত মাসে চিকিৎসক হিসেবে পুনরায় রেজিস্ট্রেশন করেছেন লিও ভারাদকার। তিনি অন্যান্য স্বাস্থ্যকর্মীর মতো শিফট অনুযায়ী কাজ করার প্রস্তাব দিয়েছেন। খবর বিবিসি ও স্কাই নিউজের।

খবরে বলা হয়েছে, আইরিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার আগে হাসপাতালের চিকিৎসক হিসেবে কাজ করেছেন ভারাদকার। তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার এক বছর আগে ২০১৩ সালে চিকিৎসা পেশা ত্যাগ করেন। ভারাদকার তার যোগ্যতা অনুযায়ী একটি হাসপাতালে সাপ্তাহিক শিফটে কাজ করবেন। আপাতত তিনি ফোনে রোগীদের সেবা দিবেন।

৪১ বছরের ভারাদকার ভারতীয় চিকিৎসক ও আইরিশ নার্স দম্পতির সন্তান। তিনি ডাবলিনে জন্মগ্রহণ করেন।

যারা স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ শেষ করে অবসরে গিয়েছেন বা অন্য পেশায় রয়েছেন তাদেরকে পুনরায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড। সেই আহ্বানে সাড়া দিয়ে অনেক সাবেক স্বাস্থ্যকর্মীরা কাজে ফিরতে আবেদন করেছেন।

আজকের বাজার / এ. এ