চীনের খনিতে আটকে পড়া শ্রমিকদের ২২ জন উদ্ধার

উদ্ধারকারীরা পূর্ব চীনের এক খনিতে ভূগর্ভের কয়েকশ মিটার গভীরে দুই সপ্তাহ ধরে আটকে পড়া খনি শ্রমিকদের ২২ জনকে রবিবার উদ্ধার করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি’র রিপোর্টে এ কথা বলা হয়।
সিসিটিভি জানায়, রবিবার উদ্ধারকারীরা খনির একটি পৃথক অংশে ১০ জন শ্রমিকের সন্ধান পেয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে তবে তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ।
সানডং প্রদেশের হুসহান খনি গর্ভে বিষ্ফোরণের পর ১০ জানুয়ারি পানি উঠে যাওয়ায় সেখানে ভূগর্ভে আটকে পড়া লোকদের উদ্ধারে উদ্ধারকারীরা কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন।
টিভির ফুটেজে দেখা যায়, একটি ছোট এলিভেটর ক্যারেজে শ্রমিকদের উপরে নিয়ে আসা হয়, মাস্ক পরিহিত এক ব্যক্তিকে বের হয়ে আসতে দেখা যায়,মনে হচ্ছে তিনি দাঁড়াতে পারছেন না।
ভূপৃষ্ঠ থেকে ৫৮০ মিটার (১৯০০ ফুট) গভীর খনিতে আটকে পড়া ১১ জন খনি শ্রমিকের একটি গ্রুপের সঙ্গে উদ্ধারকারীরা এক সপ্তাহ আগে যোগাযোগ স্থাপন করে।
প্রথম বিষ্ফোরণে এদের একজন গুরুতর আহত হয়, মাথায় আঘাত প্রাপ্ত ব্যক্তি কোমায় চলে যাওয়ার পরে সে মারা যায়।
উদ্ধারকারীরা পাথর কেটে একাধিক “লাইফলাইনের” মাধ্যমে আটকে পড়াদের জন্য খাদ্য,ওষুধ ও অন্যান্য সরবরাহ পৌঁছে দিচ্ছে।