ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতাও স্থগিত করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত এ স্থগিতাদেশ দিয়ে ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেছে আদালত।

সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

আগামী ৩১ মার্চ ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলা জজ আদালতের এপিপি শহিদুল্লাহ মজুমদার এবং প্রাক্তন ছাত্রলীগ নেতা আবদুল হালিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন গত ৬ মার্চ। এ আদেশের বিরুদ্ধে তারা আপিল করলেও প্রার্থিতা ফিরে পাননি। ওই দুই প্রার্থী হাইকোর্টে রিট করেন।

হাইকোর্ট গত ১৪ মার্চ এক আদেশে তাদের মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেন। ফলে তারা প্রার্থিতা ফিরে পান। হাইকোর্টের এ আদেশের পর তারা নির্বাচনী প্রচারেও নামেন।

এ অবস্থায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল। শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করলেন।

আদালতে মেজবাহুল হায়দার চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

আজকের বাজার/এমএইচ