জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হলো বাংলাদেশ

বাংলাদেশ ২০২১-২৩ মেয়াদের জন্য ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ মেয়াদ শুরু হবে।

বাংলাদেশ ৫৪ ভোটের মধ্যে সর্বোচ্চ ৫৩টি পেয়ে নির্বাচিত হয়। একটি দেশ ভোটদানে অনুপস্থিত ছিল।

জাতিসংঘ সদরদপ্তরে সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) ৫৪ সদস্য সংস্থার অধীনস্থ আট প্রতিষ্ঠানের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনে ভোট দেয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক মুক্তির জন্য জাতিসংঘের সংস্থাগুলো ও তাদের নির্বাহী বোর্ডের সাথে কাজ করার ক্ষেত্রে যে দৃঢ় নজির তৈরি করেছেন, তার ফলে বাংলাদেশ যে বিশ্বাস ও আস্থা উপভোগ করছে তারই প্রমাণ এ বিজয়।

বাংলাদেশ বর্তমানে ইউনিসেফ ও ইউএন ওমেন-এর নির্বাহী বোর্ডেরও সদস্য।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।