জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে মঙ্গলবার অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে জাতিসংঘের সাধারণ অধিবেশন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য দেবেন।

জাতিসংঘের ৭৬তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের আবদুল্লা শহীদ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বিশ্বব্যাপী মহামারির কারণে এ বছর জাতিসংঘে সব দেশের প্রতিনিধিদলের আকার সীমিত করা হয়েছে।

৭৬তম অধিবেশনে ১০০টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান সশরীরে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে ১৮তম বারের মতো জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রবিবার নিউইয়র্কে পৌঁছেন শেখ হাসিনা। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান