জাতিসংঘে বৈঠক করেছেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান জাতিসংঘ সদরদপ্তরে বৈঠক করেছেন। খবর তাস’র।

বৈঠক শুরু হওয়ার আগে দুই মন্ত্রী করমর্দন করেন এবং আব্দুলাহিয়ান ল্যাভরককে জিজ্ঞাসা করেন ‘কেমন আছেন।’
রুশ মন্ত্রী জবাবে রসিকতা করে বলেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে আছে। তবে আমরা এখনো খুঁজে বের করতে পারিনি, কার নিয়ন্ত্রণে।’

এরআগে ল্যাভরভ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা বাউ হাবিবের সঙ্গেও সাক্ষাত করেন।
মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা এবং ইউক্রেন বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে ল্যাভরভ বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। এসব বৈঠকের পাশাপাশি সেখানে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেরও আশা করা হচ্ছে। (বাসস ডেস্ক)