জার্মানির তালিকায় করোনায় উচ্চ ঝুঁকির দেশ স্পেন ও নেদারল্যান্ডস

জার্মানির জনস্বাস্থ্য প্রতিষ্ঠান শুক্রবার বলেছে, টিকা গ্রহন না করা ভ্রমণকারীদের ব্যাপারে নতুন বিধি-নিষেধ আরোপে উচ্চ সংক্রমণ ঝুঁকির দেশ হিসেবে স্পেন ও নেদারল্যান্ডস’র নাম তালিকাভুক্ত করা হয়েেেছ।
মঙ্গলবার থেকে রবার্ট কোচ ইনস্টিটিউটের এই নির্দেশনা কার্যকর হবে। ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশটিতে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়ান্টের দ্রুত বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, জর্জিয়াকেও এর পরপই উচ্চ সংক্রামক দেশগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দেশগুলোতে গত সাত দিনে প্রতি ১ লাখের মধ্যে ২০০ জন বা তারও বেশী নতুন সংক্রমনের হার রয়েছে।
উচ্চ সংক্রমণের দেশ থেকে যারা আসবেন তাদের ১০ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে, যারা টেস্টে নেগেটিভ হবেন তারা ৫ দিনের ছাড় পাবেন। যারা টিকার সম্পূর্ণ ডোজ দিয়েছেন বা যারা সম্প্রতি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের কোয়ারেন্টাইনে যেতে হবে না।
জার্মানিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন করে ডেল্টা ভ্যারিয়ান্টের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, যদিও বেশীরভাগ প্রতিবেশী দেশর চেয়ে জার্মানির অবস্থা ভালো।
শুক্রবারের হিসাবে পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২০৮৯ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।