জার্মানী অধিকাংশ দেশ থেকে ভ্রমণ সতর্কতা তুলে নিচ্ছে

মহামারির কারণে জার্মানীর জারি করা ভ্রমণ সতর্কতা আগামী ১ জুলাই থেকে অধিকাংশ দেশের ওপর বহাল থাকছে না।
শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাস এ কথা বলেন।
জার্মানীতে নাগরিকেরা ব্যাপক হারে টিকা গ্রহণ করার প্রেক্ষাপটে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে যাচ্ছে।
যে সব দেশে সাত দিনে প্রতি লাখে সংক্রমণের সংখ্যা ৫০ থেকে ২শ’ সে সব দেশ ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ সতর্কতা থেকে রেহাই পাচ্ছে।
তবে ব্রিটেন ও ভারতের মতো যে সব দেশে উচ্চ সংক্রমণের করোনার ধরণ রয়েছে সে সব দেশে ভ্রমণ সতর্কতা বহাল থাকবে।