জিডিপির আকার হবে সাড়ে ১৯ লাখ কোটি টাকার বেশি

চলতি ২০১৬-১৭ অর্থবছরের শেষ নাগাদ দেশের মোট উৎপাদন (জিডিপি) ১৯ লাখ ৬২ হাজার কোটি টাকা হবে বলে সরকারের এক সংশোধিত পূর্বাভাসে জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, চলতি অর্থবছরের জিডিপির আকার আগের ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ২ লাখ ২৯ হাজার কোটি টাকা বাড়বে।

অর্থবছরের শুরুতে চলতি বছরের বাজেটে জিডিপির আকারের বিষয়ে বলা হয় অর্থবছরের শেষ নাগাদ ১৯ লাখ ৬১ হাজার কোটি টাকা হবে। আর এর প্রবৃদ্ধির হার ৭ শতাংশের বেশি হবে বলে ধরা হয়।

বর্তমানে ৭ শতাংশের কাছাকাছি রয়েছে এই বৃদ্ধির হার।

কিছু দিন আগে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ৫ শতাংশ। তবে চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ১৫ শতাংশ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এদিকে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগে শক্তিশালী অবস্থান এবং রপ্তানি বাণিজ্যে আত্মবিশ্বাস ফিরে আসায় বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তাকে কাটিয়ে উঠতে পেরেছে। ফলে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি চলতি বছর ৬ দশমিক ৮ শতাংশে স্থির থাকবে বলে দাবি করে বিশ্বব্যাংক।

এর আগে অবশ্য চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

আজকের বাজার:এলকে/এলকে/১ মে,২০১৭