জেনিফার লোপেজের কনসার্টে হিলারি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন শনিবার রাতে আকস্মিকভাবে মায়ামিতে জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী জেনিফার লোপেজের গানের মঞ্চে আসেন। এ সময় লোপেজ ফ্লোরিডা অঙ্গরাজ্যে আগাম ভোটে বাসিন্দাদের উৎসাহিত করতে বৃষ্টির মধ্যে বিনা পারিশ্রমিকে একটি কনসার্টে অংশ নিচ্ছিলেন। খবর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)। অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ (৪৭) মঞ্চে তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন। এ সময় উৎফুল্ল দর্শকরা বৃষ্টির মধ্যে আনন্দে নাচতে থাকে।

লোপেজের সাবেক স্বামী মার্ক অ্যান্থনিও মঞ্চে গান পরিবেশন করে। এরপর লোপেজ গান পরিবেশন করেন। কনসার্টের শেষদিকে হিলারি মঞ্চে আসেন। তিনি লোপেজকে জড়িয়ে ধরেন এবং তাকে সমর্থনের জন্য সাবেক এ দম্পতিকে ধন্যবাদ জানান।

সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি বলেন, ‘আমি কেবলই লোপেজের লেটস গেটস লাউড গানটি শুনলাম। ভালো, আমি বলি, আপনারা সরবে ভোট কেন্দ্রে আসুন।’

‘অন্য আরেকটি দিনের জন্য বসে থাকবেন না। আপনারা যদি ভোট দেন, আমরা জয়ী হব, বলেন হিলারি।’