জয়পুরহাটে এলজিইডির ১৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) ২০২০-২১ অর্থ বছরে জয়পুরহাট জেলায় ১২৯ কোটি ৮০ লাখ ৭ হাজার টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।
এলজিইডি সূত্র বাসস’কে জানায়, ২০২০-২১ অর্থ বছরে গৃহীত ও চলমান উন্নয়ন প্রকল্প গুলোর মধ্যে রয়েছে ৫৫ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সাপেক্ষে ৭৯ কিলোমিটার কাঁচা সড়ক পাকা করণ কাজ। ১৭ কোটি টাকা ব্যয়ে সাপেক্ষে ৬০ কিলোমিটার সড়কের রক্ষণা বেক্ষণ কাজ, ২১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২৩৪ মিটার তিনটি ব্রীজ নির্মাণ কাজ। ১৮ কোটি ৫ লাখ টাকা ব্যয় সাপেক্ষে পাঁচ উপজেলায় ১টি করে চারতলা ভিত্তি বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ , ১ কোটি ৫৭ লাখ ৩ হাজার টাকা ব্যয় সাপেক্ষে ১০ দশমিক ৩ কিলোমিটার টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২ টি খাল পুন:খনন কাজ। ২ কোটি ৪৫ লাখ ৮ হাজার টাকা ব্যয় সাপেক্ষে সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ৭ কোটি ৬৮ লাখ ৭ হাজার টাকা ব্যয় সাপেক্ষে ভাদসা ও বালিঘাটা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ। পল্লী এলাকায় চলমান কর্মসংস্থানের আওতায় প্রতিদিন ৪১০ জন মহিলা শ্রমিক সড়কের সোল্ডার রক্ষণা বেক্ষণ কাজে নিয়োজিত রয়েছেন। এতে সরকারের ব্যয় হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৯ হাজার টাকা এবং ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সাপেক্ষে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের অধীন সেচ ও নিকাশ কাঠামো মেরামত ও সংরক্ষণ কার্যক্রমের আওতায় ১০ দশমিক ৫০ কিলোমিটার ২টি খালের পলি অপসারণ কাজ।
এলজিইডি সূত্র আরও জানায়, টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকার ভোগী জনগণের সমন্বয়ে গঠিত পানি ব্যবস্থপনা সমবায় সমিতির মাধ্যমে ২০১৯-২০ অর্থ বছরে ১৭ দশমিক ৫০ কিলোমিটার খালের পলি অপসারণ করা হয়। যার ফলে জেলায় গত বছর দীর্ঘ মেয়াদী বর্ষা হলেও কোন জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এতে খালের উভয় পাশের ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পাশাপাশি স্লুইচ গেটের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পানি ধরে রেখে সেচ সুবিধায় অল্প খরচে অতিরিক্ত ফসল উৎপাদন করাও সম্ভব হয়েছে বলে জানান, এলজিইডি জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী এফ এম খাইরুল ইসলাম । ’মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এ স্লোগানকে সামনে রেখে এলজিইডি নিজস্ব অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষে সড়কের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করছে বলেও জানান তিনি । উল্লেখ্য, গত ২০১৯-২০ অর্থ বছরেও জয়পুরহাট জেলায় ৪৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে এলজিইডি ।