জয়পুরহাটে নতুন ভোটার হয়েছে ৫৯,১৭৫ জন

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের আওতায় জয়পুরহাট জেলায় নতুন ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৯ হাজার ১৭৫ জন। জেলা নির্বাচন অফিস সূত্র বাসস’কে জানায়, সংশোধন সংযোজনের জন্য ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ভোটারদের ছবি তোলার মাধ্যমে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয় ১৬ মে থেকে ১০ অক্টোবর’২০১৯ পর্যন্ত। ১ জানুয়ারি ২০০৪ তার পূর্বে জন্ম বা কোন কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার জন্য নিবন্ধন করা হয়। এতে দেখা যায়, জয়পুরহাট জেলায় নতুন ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৯ হাজার ১৭৫ জন। এর মধ্যে পুরুষ ৩১ হাজার ৪৭০ জন এবং মহিলা ভোটার ২৭ হাজার ৭০৫ জন।

ভোটার তালিকা হালনাগাদ করার ফলে জয়পুরহাট জেলায় এখন মোট ভোটার সংখ্যা হচ্ছে ৭ লাখ ৬৫ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ রয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৩৭ জন এবং মহিলা হচ্ছে ৩ লাখ ৮৩ হাজার ৫৮১ জন। হালনাগাদ ভোটার তালিকার খসড়া ইতোমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যে কোন ধরনের ভুল ত্রুটি সংশোধন , এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তর করা বা ভোটার হওয়ার যোগ্য কেউ বাদ পড়লে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে খসড়া ভোটার তালিকায়। এ তালিকা জেলা ও উপজেলা নির্বাচন অফিস, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রদর্শন করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানিয় জেলা নির্বাচন অফিস। এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান