টি-টোয়েন্টিতে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। সেখান থেকে তা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি। এবার দেশের মাটিতে শুরুতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। এর পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেন তারা। টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান টাইগাররা।

সেই লক্ষ্যে ব্যাটিং অর্ডারে রদবদল আনতে চান না এ ফরম্যাটে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আমিনুল ইসলাম, মেহেদী হাসানদের নিয়ে একাদশ সাজাতে চান তিনি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি মাথায় রেখেই এর পক্ষে সাইলেন্ট কিলার।

রোববার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের প্রয়োজনে অনেক সময় পরিবর্তন আসতে পারে। তবে অধিনায়ক হিসেবে আমি চাইব ব্যাটিং অর্ডার ঠিক রাখতে। তরুণ ক্রিকেটারদের অবশ্যই সুযোগ দেয়া উচিত। আমরা যদি নিজেদের ভালোভাবে গোছাতে চাই, তা হলে অবশ্যই একাদশে তাদের জায়গা করে দেয়া শ্রেয়তর হবে।

সে ক্ষেত্রে ভারত, পাকিস্তানে খেলা টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররাই এদিন মাঠে নামতে পারেন। যদিও ব্যাটিং লাইনআপে কিছুটা হেরফের ঘটতে পারে। দুই-একটি জায়গায় অদলবদল বা পরিবর্তন আসতে পারে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত ১১ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭টিতেই জয় পেয়েছেন টাইগাররা। সেই পরিসংখ্যানটা বাড়িয়ে নিতে চান মাহমুদউল্লাহ বাহিনী।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মাদ নাঈম শেখ, সৌম্য সরকার/মেহেদী হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মাদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম/আল-আমিন হোসেন ও মোস্তাফিজুর রহমান। তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

আজকের বাজার/এ.এ