টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা‘ ডাকাত’ নিহত

টেকনাফের হ্নীলা উপজেলার পশ্চিম লেদা নরালীপাড়া পাহাড়ে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রবিবার গভীর রাতে রোহিঙ্গা ‘ডাকাত’ নিহতের খবর পাওয়া গেছে। নিহত নুরুল আমিন ওই এলাকার মৃত মকতুল হোসেনের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে থ্রি-কোয়ার্টার গান, ওয়ান শুটার গান, ৪টি তাজা কার্তুজ, ৩টি খালি খোসা, ১০০ টাকাসহ ১টি মানি ব্যাগ, মোবাইল, মিয়ানমারের ১১টি এমপিটি সিমকার্ডসহ দেশীয় সিম উদ্ধারের দাবি করে র‌্যাব।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাবের ভাষ্য, রাত ৩টার দিকে পাহাড়ে অবস্থান করা ৬-৭ জন স্বশস্ত্র ডাকাত র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবের ল্যান্স নায়েক আজহারুল ইসলাম এবং সিপাহী মো. সোহেল আহত হন। এরপর র‌্যাব সদস্যরাও সরকারি সম্পদ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে স্বশস্ত্র দুবৃর্ত্তরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। তিনি দাবি করেন, গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ রোহিঙ্গা‘ডাকাত’নুরুল আমিনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান