ট্রাম্প’র অভিশংসন সংক্রান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে সিনেটে উপস্থাপন

মার্কিন প্রতিনিধি পরিষদ ক্যাপিটল ভবনে হামলায় মদদ দেয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করে অভিশংসন সংক্রান্ত একটি প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে সিনেটে উপস্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন সাবেক প্রেসিডেন্টকে অভিশংসনে এ ধরনের প্রতিবেদন সিনেটে উপস্থাপন করা হলো। খবর এএফপি’র।
বিধি অনুযায়ী, প্রতিনিধি পরিষদের নয়জন অভিশংসন ব্যবস্থাপক ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলা চালানোর ঘটনায় কংগ্রেসের বিভিন্ন হল প্রদক্ষিণ করে অভিশংসন প্রতিবেদন সিনেট সেক্রেটারির কাছে জমা দেন।
ট্রাম্পের বিরুদ্ধে সিনেট ট্রায়াল আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে।