ট্রাম্পের প্রশংসায় আব্বাস

ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় ট্রাম্পের নেতৃত্বে ঐতিহাসিক শান্তি চুক্তির আশাও প্রকাশ করেন তিনি৷ ট্রাম্পও তাতে সাড়া দিয়ে বলেছেন, তিনি অবশ্যই শান্তি আনবেন৷

বৃহস্পতিবার ৪ মে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে- ট্রাম্পের কাছে প্রেসিডেন্টের কাজ সহজ মনে হয়েছিল৷ ট্রাম্প বলেছিলেন, ওবামাকেয়ার স্বাস্থ্য বিমা বাতিল করে নতুন কাঠামো চালু করাও সহজ হবে৷ উত্তর কোরিয়া সংকটের সমাধানও সহজ বলে মন্তব্য করেছিলেন তিনি৷ পরে অবশ্য প্রতি বার বলেছেন, যতটা ভেবেছিলেন, বিষয়গুলি আসলে ততটা সহজ নয়৷ এমনটা কেউ জানতো না – বলে শ্লেষের পাত্র হয়েছেন তিনি৷

প্রতিবেদনে আরো বলা হয়, মধ্যপ্রাচ্য সংকটের ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প একই রকম আশাবাদী৷ তিনি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে মধ্যস্থতা করে এই সমস্যার সমাধান করতে পারবেন বলে মনে করেন৷ এর জন্য যা প্রয়োজন তিনি তা করতে প্রস্তুত৷ নিজের জামাই ও বিশ্বস্ত উপদেষ্টা জ্যারেড কুশনারকে এই উদ্যোগের দায়িত্ব দিয়ে তিনি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন৷ তবে এতকাল স্তব্ধ থাকার পর শান্তি আলোচনা শুরু করতে তিনি ঠিক কী করবেন, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প৷ মোটকথা একের পর এক মার্কিন প্রেসিডেন্ট যা পারেননি, তিনি সেই অসাধ্য সাধন করবেন বলে মনে করেন৷ তাছাড়া আগের মতোই তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানসূত্র চাইছেন কিনা, তাও স্পষ্ট নয়৷

হোয়াইট হাউসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার পর ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিষয়ে বেশ উৎসাহ দেখিয়েছেন৷ আব্বাসের উদ্দেশ্যে তার বার্তা – ইসরায়েলিদের বিরুদ্ধে হিংসার প্ররোচনা বন্ধ করার উদ্যোগ নিতে হবে৷ তাছাড়া ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের পরিবারগুলিকে অর্থ দেওয়াও বন্ধ করতে হবে, যেমনটা ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছে৷ উল্লেখ্য, মার্কিন সংসদ সদস্যরা এ কারণে ফিলিস্তিনিদের জন্য আর্থিক অনুদান বন্ধ করে দেবার হুমকি দিচ্ছেন৷

আব্বাস ট্রাম্পের সঙ্গে সখ্য গড়ে তুলতে মোম অস্ত্র প্রয়োগ করেছেন৷ প্রেসিডেন্ট ট্রাম্প যে নিজের প্রশংসা শুনতে বেশ ভালবাসেন, তা তিনি বিলণ জানতেন৷ তাই তিনিও ট্রাম্পের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, আপনার সাহসি নেতৃত্ব, আপনার বিচণতা এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার মতার ভিত্তিতে ফিলিস্তিনিরা ঐতিহাসিক শান্তি চুক্তি চাইছে৷ তবে আব্বাস অধিকৃত এলাকা থেকে ইসরায়েলের সরে যাবার দাবিতে অটল রয়েছেন৷

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছিলেন ট্রাম্প৷ বারাক ওবামার সঙ্গে চরম মনোমালিন্যের পর ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগে দেরি করেননি তিনি৷ আগামী ২২ ও ২৩শে মে ট্রাম্প ইসরায়েল এবং সম্ভবত পশ্চিম তীর সফর করবেন বলে মনে করা হচ্ছে৷

আজকের বাজার: আরআর/ ০৪ মে ২০১৭