ট্রাম্প অসুস্থ থাকলে দ্বিতীয় বিতর্কের বিরোধিতা করবেন বাইডেন

(FILES)(COMBO) This combination of file pictures created on September 29, 2020 shows US President Donald Trump (L) and Democratic Presidential candidate former Vice President Joe Biden squaring off during the first presidential debate at the Case Western Reserve University and Cleveland Clinic in Cleveland, Ohio on September 29, 2020. - Former US vice president Joe Biden has opened up a 16-point national lead over President Donald Trump less than a month before the November 3 presidential election, according to a CNN poll published on October 6, 2020. The Democratic presidential candidate leads the Republican incumbent by 57 percent to 41 percent among likely voters, according to the nationwide CNN poll conducted by SSRS. (Photos by JIM WATSON and SAUL LOEB / AFP)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমাক্রেট দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দ্বিতীয় বিতর্ককালে ট্রাম্প অসুস্থ থাকলে তিনি এই বিতর্কের বিরোধিতা করবেন।

বাইডেন (৭৭) বলেন, তিনি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করতে চান।
সাংবাকিদের তিনি আরো বলেন, আমি তার বিতর্কে অংশ নেয়ার মতো সক্ষম হওয়ার অপেক্ষায় রয়েছি। কিন্তু আমি আশা করছি তা হবে স্বাস্থ্য বিধির সকল নিয়ম-নীতি মেনে।

এদিকে ট্রাম্পের ডাক্তাররা বলেছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু তিনি বিপদমুক্ত নন।
তা সত্ত্বেও ট্রাম্প মঙ্গলবার টুইট করে বলেছেন, তিনি পরবর্তী বিতর্কে অংশ নেয়ার অপেক্ষায় আছেন।
বাইডেন বলেন, ট্রাম্প যদি কোভিড -১৯ এ আক্রান্ত থাকেন তাহলে আমাদের বিতর্কে যাওয়া উচিত হবে না।
উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে উভয় প্রার্থীর দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।