ডিএনসিসি’র মোবাইল কোর্টের অভিযানে ৯৪ হাজার টাকা জরিমানা আদায়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে পরিচালিত মোবাইল কোর্টে ৮টি মামলায় সর্বমোট ৯৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১৫ হাজার টাকা এবং ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৭৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৮টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৯৪ হাজার ২০০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” এবং “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান