ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হলেন হানিফ-শরীফ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের ফলাফল জানা গেছে। শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন র‍্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভূইয়া এবং সার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

মঙ্গলবার সকাল ১০টায় এ ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ডিএসই সূত্রে জানা গেছে, এই ২ পদের জন্য ৪ জন প্রার্থী লড়াই করেছেন। নির্বাচিত না হওয়া অন্য দুইজন হলেন কান্ট্রি স্টক বাংলাদেশ হাউজের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ ও ধানমন্ডি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান।

বিজয়ী হানিফ ভূইয়া পেয়েছেন ১৪৯ ভোট এবং শরীফ আতাউর রহমান পেয়েছেন ১১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী খাজা আসিফ আহমেদ পেয়েছেন ৮৮ ভোট ও মিজানুর রহমান খান পেয়েছেন ৭৭ ভোট।

এ নির্বাচনে মোট ২২২টি ভোট পড়ে। এর মধ্যে ৪টি ভোট বাতিল করা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। নির্বাচিতরা বর্তমান পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং খাজা গোলাম রসুলের স্থলাভিষিক্ত হবেন।

ডিএসইর ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।