ডিএসসিসি রোপণ করবে ১ লাখ চারা গাছ

নগরীতে ১ লাখ চারা গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ নগর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে মেয়র এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে যে ১ কোটি গাছের চারা রোপণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, ডিএসসিসি প্রধানমন্ত্রীর সেই মহতী অভিযাত্রায় যোগ্য অংশীদার হতে চান। সে লক্ষ্যে আজ থেকে ডিএসসিসি’র আওতাভূক্ত এলাকায় ১ লাখ গাছের চারা রোপণ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশে বনায়ন বৃদ্ধি করার জন্য, পরিবেশ সুসংহত করার জন্য ডিএসসিসি আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাব্যাপী ১ লাখ চারা গাছ রোপণ কার্যক্রম শুরু হলো।

এ সময় তিনি নগর ভবন প্রাঙ্গণে ৩টি কৃষ্ণচূড়া ও ২টি রাধাচূড়া গাছের চারা রোপণ করেন। অন্যান্যদের মধ্যে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান