ডু্বে ছিলো কোটি টাকার মূর্তি

নওগাঁর মান্দায় পরিত্যক্ত অবস্থায় পুকুর থেকে ১০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার জাংতা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জাংতা গ্রাম হিন্দু সম্প্রদায় অধ্যুষিত। সেখানে প্রায় দুইশ বছরের পুরাতন শিব মন্দির রয়েছে। ওই মন্দির সংলগ্ন একটি পুরাতন পুকুরে গ্রামের লোকজন গোসল করতে যান। পুকুরে গোসল করার সময় তাদের পায়ে মূর্তিটি বাধে। পরে তারা পুকুর থেকে মূর্তিটি তুলে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কষ্টি পাথেরর ১০ কেজি ওজনের মূর্তিটির মূল্য প্রায় কোটি টাকা। মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

এমআর/