ডেঙ্গুতে আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবহাওয়াবিদ নাজমুল হাসানের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আকতার শাপলা (৩২) মারা গেছেন।

সোমবার ভোর ৪টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাজমুল হাসান ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিসের উপপরিচালক। শনিবার তিনি দক্ষিণ কোরিয়া যান।

পরিবার সূত্রে জানা গেছে, কোরিয়া যাওয়ার আগে এক ছেলেসহ শাপলাকে জয়পুরহাটের শান্তিনগর মহল্লায় তার শাশুড়ির কাছে রেখে যান নাজমুল। ডেঙ্গুতে আক্রান্ত হলে শনিবার শাপলাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটায় ওই দিনই সেখান থেকে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।

শাপলার বড় ভাই উজ্জ্বল বলেন, ‘ভোর ৪টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শাপলার মৃত্যু হয়।’

তিনি জানান, আজই নাজমুল দেশে ফিরে আসবেন এবং শাপলার মরদেহ দাফনের জন্য জয়পুরহাট নেয়া হবে।

আজকের বাজার/এমএইচ