ঢাকায় জাল রুপির কারখানার সন্ধান

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভারতীয় রুপি জাল করার একটি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। সেখান থেকে ১০ লাখ ভারতীয় রুপীর জাল নোট এবং জালিয়াতির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-১০ এর কর্মকর্তা মেজর রাহাত হারুন খান জানান , দক্ষিণ কেরানীগঞ্জের শুভড্যা উত্তর পাড়ার একটি বাড়ির তৃতীয় তলায় ওই কারখানা গড়ে তোলা হয়েছিল। বুধবার রাতে সেখানে অভিযান চালায় র‌্যাব।

তিনি বলেন, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে জাল নোট তৈরির সঙ্গে জড়িত। এই বাসায় তারা ভাড়া থাকত। এর আগে কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও পরে জামিনে বেরিয়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম জানাননি র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি জানান, কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে করে এ অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

আজকের বাজার : বি /এলকে ২৮ ডিসেম্বর ২০১৭