ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদের ছুটিতে ঘরমুখী হাজার হাজার মানুষ।

টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জীব কুমার বিশ্বাস জানান, ঢাকামুখী পশুর ট্রাক ও গ্রামমুখী যাত্রীদের গাড়ির অতিরিক্ত চাপের কারণে মির্জাপুর উপজেলার গড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে।

যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবীরা মহাসড়কে কাজ করছেন বলে জানান তিনি।

ঈদের ছুটি রবিবার থেকে শুরু হলেও সাপ্তাহিক ছুটি শুক্রবারের কল্যাণে বিপুল সংখ্যক মানুষ আগেভাগেই রাজধানী ছেড়ে গেছেন। শুক্রবার থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

মুসলিমদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা ১২ আগস্ট বাংলাদেশে পালিত হবে।