ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং মালয়েশিয়ার টেলর’স ইউনিভার্সিটির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ শিক্ষা ও গবেষণা কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. গোলাম সারওয়ার এবং টেলর’স ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের এক্সিকিউটিভ ডিন অধ্যাপক ড. নিথি আনন্দন আরি রাগাভান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

ভার্চ্যুয়ালি এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ. খস্তগীর যুক্ত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় তারা শিক্ষা ও গবেষণা কার্যক্রম উন্নয়নের লক্ষে যৌথভাবে কাজ করবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও গবেষকদের সমন্বয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি পরিচালিত হবে। এ ছাড়া, বিভিন্ন বিষয়ে তারা যৌথভাবে সেমিনার, সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান