ঢাবির ৫২তম সমাবর্তন আজ, উৎসবমুখর পুরো ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তনকে সামনে রেখে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০ হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। এছাড়া, সমবর্তন অনুষ্ঠানে ৭৯ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবর্তনস্থলে সরাসরি উপস্থিত থেকে অংশ নেয়ার সুযোগ থাকলেও অধিভুক্ত সাত কলেজের নিবন্ধনকৃত গ্র্যাজুয়েটদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছেলেদের ঢাকা কলেজ ও মেয়েদের ইডেন মহিলা কলেজ থেকে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে হবে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান