তামাকের ক্ষতিকর দিক গুলো সম্পর্কে সচেতনতা প্রয়োজন

মানবদেহের জন্য তামাকের ক্ষতিকর দিক গুলো সম্পর্কে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন।আজ উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণে বক্তারা ওই অভিমত ব্যক্ত করেন।

জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়নে আজ সকাল ১০ টায় তামাক বিরোধী ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়।

পাওয়ার পেজেন্টেশনের মাধ্যমে তামাকের ক্ষতিকর দিক গুলো তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: তুলশী চন্দ্র রায়। আলোচনায় অংশগ্রহণ করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো: শাজাহান , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান, দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, সাংবাদিক মোস্তাকিম ফাররোখ প্রমূখ। প্রশিক্ষণে বক্তারা মানবদেহের জন্য তামাকের ক্ষতিকর দিক গুলো সম্পর্কে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন বলে মতামত তুলে ধরেন।

শিক্ষক , ঈমাম, জন প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তামাক বিরোধী ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।