তুরস্কের সাধারণ নির্বাচন আজ

তুরস্কে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একসঙ্গে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোট দেবেন তুর্কি নাগরিকরা।

নির্বাচনে ভোটার প্রায় ৫ কোটি ৬৩ লাখ। এবারের নির্বাচনে ৮টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী ৬ জন।

জনমত জরিপ বলছে, এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরপরই রয়েছেন কামাল আতাতুর্কের দল সি.এইচ.পি’র প্রার্থী ৫৪ বছর বয়সী মুহাররেম ইনসে। নির্বাচনী প্রচারণার শেষ দিন শনিবার রাজধানী আঙ্কারায় সমাবেশে অংশ নেন মুহাররেম। তার জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।

অন্যদিকে, শনিবার এরদোয়ানও ইস্তাম্বুলে জনসভায় অংশ নেন।

২০১৯ সালের নভেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে জনপ্রিয়তা যাচাইয়ে গত এপ্রিলে এক বছরেরও বেশি সময় আগে আগাম নির্বাচনের ঘোষণা দেন এরদোয়ান।

আরজেড/