তুরস্ক প্রেসিডেন্ট মুখপাত্রের কিয়েভে জেলানস্কির সাথে সাক্ষাৎ

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন শনিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সাথে সাক্ষাৎ করেছেন। তার দপ্তর একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, কিয়েভে কলিনের বৈঠকের বিষয়বস্তুর ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আঙ্কারা যুদ্ধাবসান প্রচেষ্টায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতার দায়িত্ব পালন করে আসছে। এ সময় কলিনের সাথে উপ-পররাষ্ট্রমন্ত্রী সাদাৎ ওনাল উপস্থিত ছিলেন।

তুরস্ক ইস্তাম্বুলে মস্কো ও কিয়েভের আলোচকদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করে এবং তারা মার্চে আন্তালিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও তার ইউক্রেন প্রতিপক্ষ দিমিত্র কুলাবারের মধ্যে আরেকটি বৈঠকের ব্যবস্থা করে। এরদোগান এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কির মধ্যে ইস্তাম্বুল সম্মেলন আয়োজনের উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।

তার দপ্তর জানায়, এরদোগান বৃহস্পতিবার এক টেলিফোন কলে পুতিনকে বলেন, তুরস্ক ইস্তাম্বুল আলোচনার গতি জোরদার করার মাধ্যমে যত দ্রুত সম্ভব এ অঞ্চলে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায়। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান