থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

থাইল্যন্ডে রোববার বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং বেশ কিছু সংখ্যক লোক আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।

রাজধানী ব্যাংকক থেকে ৫০ কিলোমিটার পূর্বে রোববার সকালে যাত্রীবাহী একটি বাস চাচোএংসো প্রদেশে যাওয়ার
পথে ট্রেনের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ প্রধান জানান, দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। সকাল প্রায় আটটার দিকে এ সংঘর্ষ ঘটে।
প্রাদেশিক গভর্ণর মৈত্রি ত্রিতিলাওন্দ সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ২৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যায় থাইল্যান্ডের অবস্থান দ্বিতীয়।