থানায় অভিযোগ করা হয় স্কুলে আগুন দেয়ার ঘটনায়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী বড়পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরীকে অবরুদ্ধ করে বিদ্যালয় ভবনে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বুধবার বিকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি বালিয়াডাঙ্গী থানায় অভিযোগপত্র জমা দেন।

অভিযুক্ত তিন জন হলেন, উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বড় গোছিয়া গ্রামের সামশুল হুদা (৫৮), তার ভাই আব্দুল গফুর (৫২) ও তার পুত্র মিজারুল ইসলাম (২৬)। প্রধান শিক্ষক নগেন্দ্র নাথ পাল জানান, উল্লিখিত আসামিদের বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আগুন লাগানোর পর ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যাওযার সময় চার ব্যক্তি ও পাশের আম বাগানের পাহাড়াদার টর্চ লাইটের আলোতে আসামিদের চিনতে পেরেছেন। তাদের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ‘স্থানীয় লোকজন ও স্বাক্ষীদের সাথে কথা বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিয়েই থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’ বলেন তিনি।

বালিয়াডাঙ্গী থানার এসআই ফরিদা জানান, বুধবার বিকালে বড়পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটি লিখিত অভিযোগপত্র পেয়েছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন। বুধবার বিকালে তিনি বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টির আশ-পাশে থাকা লোকজনের সাথে কথা বলেছি। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হবে। তদন্তে জড়িত থাকার প্রমাণ মিললে তাদের আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, গত সোমবার রাত ১২টায় উপজেলার বড়পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরীকে একটি ঘরে আটকে রাখে দুর্বৃত্তরা। তারা ভবনে আগুন লাগিয়ে দেয় ও প্রধান শিক্ষকের কক্ষ থেকে মালামাল লুটপাট করে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যালয়টির ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান