দর বাড়ার কারণ নেই সোনালী আঁশের

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশের শেয়ার দর মাত্র ৫ কার্যদিবসে ১০৩ টাকা বেড়েছে। কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়কে অস্বাভাবিক বলে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ০৬ নভেম্বর ছিল ২৮৭.৪০ টাকায়, যা ১৩ নভেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৩৯১.৩০ টাকায়। অর্থাৎ ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০৩.৯০ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। শেয়ার দর এভাবে বাড়ার কারণ জানাতে কোম্পানিটিকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠায় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিশের জবাবে ১৩ নভেম্বর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নাই।