দিল্লিতে যা হয়েছে তা পরিকল্পিত গণহত্যা: মমতা ব্যানার্জি

নয়াদিল্লির সহিংসতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গত কয়েকদিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে- এটা পরিকল্পিত গণহত্যা।

আজ সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে এক নতুন কর্মসূচির ঘোষণা করেন এ তৃণমূল নেত্রী। সেই মঞ্চ থেকে দিল্লির সাম্প্রতিক সহিংসতা নিয়েও কথা বলেন। সেসময় তিনি এসব কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

মমতা ব্যানার্জি বলেন, দিল্লিতে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। যা হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস। একে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক রঙ দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে গণহত্যার পর তাকে এখন ‘দাঙ্গা’ বলা হচ্ছে।

তিনি বলেন, আমাদের আরও নম্র হতে হবে। আরও বিনয়ী হতে হবে। আইন হাতে তুলে না নিয়ে বিরোধিতা করুন। দিল্লিতে যা ঘটেছে আমরা তাকে ধিক্কার জানাই । দেশ থেকে স্বৈরাচারী সরকার বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আজকের বাজার/আআ