দীর্ঘ ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। রবিবার বিকেল পৌনে ৪টা থেকে পেঁয়াজবোঝাই ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানির কার্যক্রম।

আমদানির কথা জেনে দেশের বিভিন্ন স্থানের পাইকাররা পেঁয়াজ কিনতে আসতে শুরু করেছেন হিলিতে। অপরদিকে পেঁয়াজের আড়ৎগুলোতেও ব্যস্ততা ফিরে এসেছে। গত বছরের ২৮ সেপ্টেম্বর পেঁয়াজের সঙ্কট দেখিয়ে রফতানি বন্ধ করে দেয় ভারত। যার ফলে আটকে যায় হাজার হাজার টন পেঁয়াজের এলসি। এতে ক্ষতির মুখে পড়েন স্থানীয় পেঁয়াজ আমদানিকারকরা। পরে সরকার মিয়ানমার, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। সরকারের পদক্ষেপে দাম সহনীয় পর্যায়ে চলে আসে।

চলতি মৌসুমে ভারতে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় ওই দেশের সরকার গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। গত ২ মার্চ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হলে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আজ পেঁয়াজের প্রথম চালান আসলো।

আজকের বাজার/শারমিন আক্তার