দুর্গাপূজা: সোনামসজিদ স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, আগামী ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত টানা চার দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

উভয় দেশের সি অ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর থেকে যথারিতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে সনাতন ধর্মালম্বীদের বৃহৎত্তম উৎসব শারদীয়া দুর্গাপূজা শুরু হয়েছে। তবে মহামারি করোনাভাইরাসের কারণে এবার তেমন কোনো সাজসজ্জা ও আলোকসজ্জা নেই। থাকছে না কুমারী পূজা ও বিজয়া দশমীতে বিজয়ার শোভাযাত্রা।