দেশের অন্য সব নদ-নদীর পানি হ্রাস শুধু যমুনা ও পদ্মা ছাড়া

যমুনা ও পদ্মা ছাড়া দেশের প্রধান অন্য সব নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। দেশের পর্যবেক্ষণাধীন ৯৩ টি পানি সমতল স্টেশনের মধ্যে ৪৩ টির পানি সমতল বৃদ্ধি ও হ্রাস পেয়েছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি।

আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় বাংলাদেশের উজানে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।ফলে ব্রক্ষ্মপুত্র, যমুনা ও পদ্মা ছাড়া দেশের প্রধান প্রধান নদ নদীর পানি সমতল হ্রাস পাবে।

আগামী ২৪ ঘন্টায ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল হ্রাস পেতে পারে এবং গঙ্গা পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। গত ২৪ ঘন্টায় দেশের পঞ্চগড়ে ৮১ মিলিমিটার এবং নোয়াখালীতে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান