দেশের আকাশে ১৬ বছর পর উজ্জ্বল মঙ্গলগ্রহ

দেশের আকাশ থেকে একেবারে স্পষ্ট দেখা মিলবে মঙ্গলগ্রহ। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে এ মাসের শেষ পর্যন্ত মঙ্গলগ্রহ অনেক উজ্জ্বল দেখা যাবে। গত ১৬ বছরেও এতটা উজ্জল কখনো দেখা যায়নি ‘লাল’ গ্রহকে।

আগামী ৬ ও ৭ অক্টোবর মঙ্গল পৃথিবী থেকে ৬ কোটি ২০ লাখ ৭০ হাজার কিলোমিটার দূরে থাকবে। যদিও ২০১৮ সালে মঙ্গল ৫ কোটি ৭৬ লাখ এবং ২০০৩ সালে ৫ কোটি ৫৭ লাখ কিলোমিটার দূরে ছিল। কিন্তু খুব বেশি উজ্জ্বল দেখা যায়নি সেই সময়ে।

অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন জানিয়েছে, প্রতি দুই বছর পর মঙ্গল পৃথিবীর কাছাকাছি আসে; যেহেতু পৃথিবী ১২ মাসে আর মঙ্গল ২৬ মাসে সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু দু’বছর পর পর কাছে আসলেও কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় গ্রহ দুটির দূরত্বে তারতম্য হয়।

১৬ বছর পর পৃথিবী মঙ্গল ও সূর্যের মাঝে এসে একই সরলরেখায় থাকে, এতে গ্রহটি আরো উজ্জ্বল দেখায়। মঙ্গলগ্রহের পৃথিবীর কাছে আসা এবং একই সরলরেখায় থাকা দুটি একইসঙ্গে ঘটবে ১৪ অক্টোবর। এদিন সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে আর পূর্ব দিকে মঙ্গল উঠবে ৬টা ২৯মিনিটে। যা ভোর পর্যন্ত দেখা যাবে। মঙ্গল পূর্ব থেকে পশ্চিমে যাবে দক্ষিণ দিকে হেলে। এর তিন দিন পর অমাবস্যা। এ জন্য মঙ্গলগ্রহ পর্যবেক্ষণের সব চেয়ে ভালো দিন ১৭ অক্টোবর। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান