দেশে দৈনিক পত্রিকার সংখ্যা ১২৭৭টি

বর্তমানে দেশে প্রচলিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ২৭৭টি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী সংসদে প্রচার সংখ্যার দিক দিয়ে ক্রমানুসারে পত্রিকাগুলোর তালিকা সংসদে তুলে ধরেন। সেখানে দেখা গেছে বরাবরের মতো এবারও প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটির প্রচার সংখ্যা ৫ লাখ ৫৩ হাজার ৩০০ উল্লেখ করা হয়েছে। এরপরেই রয়েছে দৈনিক প্রথম আলো। পত্রিকাটির প্রচার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৮০০টি। এছাড়া তৃতীয় থেকে সপ্তম স্থানে যৌথভাবে রয়েছে দৈনিক জনকন্ঠ, কালেরকণ্ঠ, ইত্তেফাক, আমাদের সময়।

মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংসদে দেওয়া তথ্যমন্ত্রীর তালিকা অনুযায়ী প্রচার সংখ্যায় ৮ম স্থানে দৈনিক সমকাল, ৯ম স্থানে দৈনিক সংবাদ এবং দশম স্থানে রয়েছে দৈনিক ভোরের কাগজ।

অন্যদিকে ইংরেজি দৈনিকের মধ্যে শীর্ষে রয়েছে ডেইলি স্টার (প্রচার সংখ্যা ৪৪ হাজার ৮১৪), দ্বিতীয় স্থানে যৌথভাবে ফিনান্সিয়াল এক্সপ্রেস ও ডেইলি সান (৪১ হাজার) এবং তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ট্রিবিউন (৪০ হাজার ৬শ’)।

আজকের বাজার/এমএইচ