নতুন করে কুষ্টিয়ায় ১৮ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১৩৯

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের পর এবার ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানাসহ নতুন করে আরও ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৯জন।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে মোট ১৫৯ টি স্যাম্পলের মধ্যে জেলার সদর উপজেলায় ৯ জন, ভেড়ামারা উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ১ জন, খোকসা উপজেলায় ৩ জন ও দৌলতপুর উপজেলায় ৩ জন মোট ১৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

কুষ্টিয়ার সদর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানা কমলাপুর, বাড়াদি (মোল্লা পাড়া), কালিশংকরপুর, টালিপাড়া, টাকিমারা, মোল্লাতেঘরিয়া ও ৩ জনের পুলিশ লাইন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা পৌরসভা শহর ও ধরমপুর। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা তেঘরিয়া। খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা ১ জন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২ জন খোকসা থানা। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা এসি (ল্যান্ড) অফিস, সোনালী ব্যাংক ও চকদৌলতপুর।

গত ৭ জুন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন করোনায় আক্রান্তের পর সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া ভেড়ামারা পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা করোনায় আক্রান্ত হয়েছেন। ঈদের পর থেকে লাফিয়ে-লাফিয়ে কুষ্টিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান