নাটোরে চিকিৎসা সহায়তা সামগ্রী প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন প্রতিটি সাত লিটার ধারণ ক্ষমতার এসব অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাটোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ মোঃ রেজাউল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড-১৯ চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল জনগোষ্ঠীকে দ্রুততার সাথে টিকাদানের আওতায় আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা প্রদানের আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

কোভিড-১৯ চিকিৎসায় জেলার একমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নাটোর সদর হাসপাতাল করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। বর্তমানে এই হাসপাতালে বিদ্যমান ১৫টি অক্সিজেন কনসেনট্রেটর এর সাথে আজ প্রদত্ত পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর সংযুক্ত হয়ে চিকিৎসা সেবার পরিধি বাড়লো। এছাড়া হাসপাতালটিতে মোট ৩৬২টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান