নারায়ণগঞ্জে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পিপিই ও সুরক্ষা সামগ্রী প্রদান

করোনাভাইরাসের সংক্রমণ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য নগরীর খানপুরস্থ ৩০০ শয্যার করোনা হাসপাতাল, আইনশৃংখলা বাহিনী, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য ১২০০ সেট পিপিই ও সুরক্ষা সামগ্রী দিয়েছে মডেল গ্রুপ। মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মাসুদুজ্জামানের পক্ষে মডেল গ্রুপের ডিজিএম অরুপ কুমার এসব সামগ্রী মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন ও খানপুর ৩০০ শয্যার করোনা হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা সঞ্চয়ের হাতে গতকাল এই সুরক্ষা সামগ্রীগুলো তুলে দেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে চীন থেকে আমদানি করা পিপিই, হ্যান্ড গ্লাভস, সারজিক্যাল মাস্ক এবং মেডিক্যাল সানগ্লাস।

এছাড়া স্থানীয় দু’জন সংসদ সদস্যের কার্যালয় এবং নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনকেও পিপিই তুলে দেয়া হয়। এ ব্যাপারে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান, নারায়ণগঞ্জে করোনা রোগীর সংখ্যা বেশি। এখানে ৩০০ শয্যা হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসা চলছে। গণমাধ্যমে খবর এসেছে ৩০০ শয্যা হাসাতালের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স, এবং স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসব বিচবেচনা করে নারায়ণগঞ্জে যারা মাঠে কারোনার বিরুদ্ধে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে কাজ করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই বিদেশ থেকে আমদানী করে প্রদান করা হয়ছে। যাতে তারা নিরাপদে মানুষের সেবা করতে পারেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান