নিউ ক্যালেডোনিয়ার কাছে ৭.৭ মাত্রার ভূমিকম্পে সুনামির সতর্কতা জারি

নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে শুক্রবার ৭.৭-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এবং কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূগর্ভের ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
হনলুলু-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভানুয়াতুর কিছু উপকূলীয় এলাকায় জোয়ারের উপরে এক থেকে তিন মিটার (ছয় থেকে নয় ফুট) সুনামি ঢেউ উঠতে পারে।
এটি নিউ ক্যালেডোনিয়া, ফিজি, কিরিবাতি এবং নিউজিল্যান্ডে ০.৩-১.০ মিটারের সম্ভাব্য ছোট সুনামি ঢেউয়ের বিষয়েও সতর্ক করেছে।
নিউ ক্যালেডোনিয়ার রাজধানী নুমিয়ার একজন হোটেল রিসেপশনিস্ট এএফপি’কে বলেছেন, তিনি কোন কম্পন অনুভব করেননি।
নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জের পূর্ব প্রান্তে ইলে ডেস পিন দ্বীপের একজন ট্রাভেল এজেন্ট বলেছেন, তিনি কম্পন অনুভব করেননি বা কোনো স্থানান্তর সতর্কতা শুনেননি। তিনি বলেন, ‘সবাই এখনও সৈকতে এবং রেস্তোরাঁগুলোতে রয়েছে।’