নিয়ম ভাঙায় আল্লু অর্জুনের জরিমানা

যতই পর্দায় বলুন, ‘ঝুঁকেগা নহিঁ’! নিয়ম ভেঙে শেষমেশ প্রশাসনের কাছে ঝুঁকতেই হল ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুনকে। আরো একবার প্রমাণিত, বড় পর্দায় যা হয়, বাস্তব সেটা নয়। তাই শুধু ঝোঁকাই নয়, নিয়ম ভাঙার মাশুল হিসেবে ৭০০ রুপি জরিমানাও দিতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে।

কেন? তার দামি গাড়ির কালো কাচের জন্য, যা ভারতীয় প্রশাসনের নিয়মবিরুদ্ধ। এর পিছনে কারণও আছে। গাড়ির ভিতর কালো কাচের আড়ালে যাতে কোনো অনৈতিক কাজ কেউ করতে না পারেন, সেজন্যই প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা।

আল্লুর মতোই নিয়ম-নীতি ভেঙে বেশির ভাগ তারকা এখনও তাদের গাড়ির কাচ হয় কালো, নয় অন্য রঙের লাগান। দুটো কারণে। এক. এতে গাড়ির ভিতরের ঠান্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই. বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভিতরে কোনও তারকা রয়েছেন কি না।

বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তারা রঙিন কাচ খুলে দিচ্ছেন। যত প্রভাবশালীই হোন না কেন, বিনা দ্বিধায় হাতে ধরিয়ে দিচ্ছেন জরিমানার চালান। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান