পক্ষ ত্যাগ করলেন হাদি সরকারের সাবেক মন্ত্রী

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পক্ষ ত্যাগ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে খণ্ড-বিখণ্ড করার চেষ্টা করছে সৌদি আরব।

ইয়েমেনের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল রোববার মুহাম্মাদ আল-মাইতামি নামে মন্ত্রী মানসুদ হাদি সরকারের পক্ষ ত্যাগ করেন। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটে অংশ নেয়া আঞ্চলিক কয়েকটি দেশ ২৪ ঘণ্টা চেষ্টা চালায় যাতে ইয়েমেনকে খণ্ড-বিখণ্ড করা যায়।

আল-মাইতামি মানুসর হাদিকে অযোগ্য বলেও মন্তব্য করেন। তিনি বলেন, হাদির পক্ষে কখনোই সৌদি নেতৃত্বাধীন জোটের সামনে ব্যক্তিগত শক্ত অবস্থান নেয়া সম্ভব হবে না। মানসুর হাদির নানা রকমের সিদ্ধান্তের কারণে এরইমধ্যে বেশ কয়েকজন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।