পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

করোনার কারণে লণ্ডভণ্ড শিক্ষাপঞ্জি। তবে শিক্ষামন্ত্রী দিপুমনি বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সব পরীক্ষা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফল প্রকাশ করা হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে সময় নষ্ট না করে।

অঘোষিত লক ডাউনের প্রায় এক মাস পার হল। মানুষের স্বাভাবিক জীবন, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি হুমকির মুখে দেশের শিক্ষা ব্যবস্থাও। করোনার কারণে লন্ডভন্ড শিক্ষা পঞ্জিকা। গত কয়েক বছর ধরে এপ্রিলে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, যা ভোগাচ্ছে শিক্ষার্থীদের।

তবে তাদের প্রস্তুতি ঠিক রাখার পরামর্শ দিয়ছেন শিক্ষামন্ত্রী ও বোর্ড সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দিয়েই জানানো হবে পরীক্ষার পরবর্তী তারিখ।

আর পরীক্ষা শেষে ফল প্রকাশ হবে দ্রুত সেইসাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও হবে কোন কালক্ষেপন না করেই। এই বিশ্ব সংকটে পরিস্থিত বিবেচনায় শিক্ষার্থী অভিভাবকদের ধৈর্য রাখার পাশাপাশি বাড়িতে অবস্থানের পরামর্শও তাদের।