পরীক্ষার খাতায় প্রেমের কবিতা

পরীক্ষায় খাতায় প্রেমের কবিতা ও পঙ্ক্তি লিখেছে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

বোর্ড পরীক্ষায় নকল রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছিল ভারতের উত্তর প্রদেশের সরকার।ফলে দেখা যায় প্রায় ১০ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।শুধু তাই নয়, শিক্ষার্থী খাতায় লিখেছে প্রেমের কবিতা। এতে রীতিমতো বিস্মিত হয়েছেন শিক্ষকরা।

খাতায় প্রেমের কবিতা লিখার পাশাপাশি টাকা রেখে বেশি নাম্বারও পাওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।উত্তর পত্র খুললেই শিক্ষকদের চোখে পড়ে প্রেমের কবিতা-‘পূজা আমি তোমায় ভালোবাসি’!

আজকের বাজার/আরজেড